বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ইতিবাচক: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:০৮| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:০৯
অ- অ+

পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ করায় দিল্লির বুকে কম্পন ধরতে শুরু করেছে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ইতিবাচক।’

মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের সমাধিতে জাগপার পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বেনিয়ার মত আচরণ করেছে। সেই সুযোগ ভারতকে আর দেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার আমার দেশ থেকে কেউ সুবিধা চাইতে হলে তার দেশ থেকে আমার দেশকেও সুবিধা দিতে হবে। এটাই হলো সম্পর্ক উন্নয়ন।’

মেজর এম এ জলিলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাশেদ প্রধান আরও বলেন, আমরা নতুন প্রজন্ম মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে ভুলে যেতে পারি না। মেজর জলিলের নবম সেক্টর কমান্ডার হিসাবে তার সাহসিকতা রাষ্ট্র নির্মাণে বড় সহায়ক ছিল। দেশবাসীর জিজ্ঞাসা কেন মেজর জলিলকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়নি? স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? কেন রাজনৈতিক ভাবে মেজর জলিলের মৃত্যুবার্ষিকী পালন করা হয় না?

তিনি বলেন, ‘অপ্রিয় হলেও সত্যি, আজ সাহস করে সত্য বলতে হচ্ছে কারা মেজর জলিলকে মেনে নিতে চাননি? কারা তার লাশ দাফনে অস্বীকৃতি দিয়েছে? মেজর জলিলকে যারা অস্বীকার করেন এবং তার মৃত্যুবার্ষিকী পালন করেন না, তাদের দেশপ্রেম নিয়ে আমাদের সন্দেহ আছে।’

এসময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা মোঃ হামিম, শামসুদ্দিন, জহির উদ্দিন, মোঃ জাবেদ হোসেন, জনি নন্দী, পাবেল সরকার, তাজুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
হিন্দু-মুসলমান এক সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খানখান করব: রিজভী
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বাংলাদেশে যাত্রী পরিষেবা বাড়াচ্ছে সৌদিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা