নতুনভাবে দেশ গড়তে প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত করতে হবে: কাদের গনি
বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক বাংলাদেশ নামক রাষ্ট্রটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা যেকোনো কিছুর বিনিময়ে ধরে রাখতে হবে। এদেশকে নতুন করে গড়তে হলে, স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রশাসনকে স্বৈরশাসকের দোসর মুক্ত করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
কাদের গনি বলেন, আওয়ামী লীগ শুধু দেশের রাজনীতিই নষ্ট করেনি, তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই নষ্ট করেছে। তাদের প্রভূ রাষ্ট্রের ইন্ধনে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দাস বানানোর চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরশাসকই ছাত্রজনতার প্রতিবাদের মুখে দীর্ঘদিন টিকতে পারেনি, আওয়ামী লীগও পারেনি।
তিনি বলেন, এত হত্যাযজ্ঞ চালিয়েও তাদের ভেতর কোনো অনুশোচনা নেই। এখনও গণতন্ত্রকামী ছাত্রজনতাকে হুমকি দিয়ে যাচ্ছে। আর রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে অপচেষ্টা করছে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা দোসরদের অপসারণ না করা পর্যন্ত রাষ্ট্র নিরাপদ নয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ আবু আহমেদ, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক অধ্যাপক শামসুল আলম সেলিম, চিকিৎসক অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক হারুন আল রশীদ, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট রফিকুল ইসলাম প্রমুখ।
ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি
মন্তব্য করুন