জামিনে ছাড়া পেলেন ঝিনাইদহের সাবেক দুই এমপি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নায়েব আলী জোয়ার্দার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। মামলার আগামী ধার্য্য দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) তাদের জামিন মঞ্জুর হয় এবং দুজনই ঝিনাইদহ কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
সাবেক এই দুই এমপির নামে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এ ছাড়া তাহজিব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার মামলা আছে।
গত ১৩ সেপ্টেম্বর নায়েব আলী জোয়ার্দারকে তার ঝিনাইদহের বাসা থেকে এবং গত ৮ নভেম্বর তাহজিব আলম সিদ্দিকী সমিকে ঢাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। এরপর থেকে তারা দুজনই ঝিনাইদহ জেলা করাগারে ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এই সাবেক দুই এমপি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ)
মন্তব্য করুন