জুলাই-আগস্টে ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের অবদান স্বীকার করছে না সরকার: নাছির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:১৪
অ- অ+

জুলাই-আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহিদ হয়েছেন, তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব শিক্ষক সরাসরি জুলাই-আগস্টের আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকেও বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি।

রবিবার বিকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় একথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

ছাত্রদল সাধারণ সম্পাদক যেসকল শিক্ষক ছাত্রদের হাসিনার গুলি থেকে বাঁচাতে বুক পেতে দিয়েছেন তাদের মূল্যায়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

নাছির বলেন, গণঅভ্যুত্থানে ২ হাজারের অধিক ছাত্র-জনতা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিমকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র-জনতা গভীরভাবে মনে রেখে স্মরণ করলেও অন্তর্বর্তীকালীন সরকার তা করছে না। পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নাম উল্লেখ করা হলেও শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে। কারণ সে ছাত্রদলের নেতা ছিলো।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলার নেতারা।

এসময় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার। এদের বিরুদ্ধে গত ১৫ বছর লড়াই সংগ্রাম করে গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে। সামনে আরও আন্দোলন আছে। আন্দোলন এখনো শেষ হয়নি। সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মানে তরুণদের এগিয়ে এসে সকল কলুষিত মানুষজনকে বর্জন করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে যারা অনৈতিক কার্যকলাপে জড়িত তাদের জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা