ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে সারজিস লিখলেন, ‘আমরাই আগামীর প্রজন্ম’
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত এবং গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না বলে মনে করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ইশরাকের সেই পোস্টটি শেয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি লিখেছেন, ‘ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থকে একপাশে রেখে দেশের মানুষের প্রশ্নে, দেশের প্রশ্নে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথে আমরা সবসময় একাত্মতা পোষণ করবো। আমরা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে একইসূত্রে গাঁথা ভাই, আমরাই আগামীর প্রজন্ম। এই মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে।’
এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেন তার পোস্টে লিখেছিলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো তা চলবে না।’
তিনি আরও লিখেন, ‘কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।’’
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসএস/এজে)
মন্তব্য করুন