নৈতিক মূল্যবোধ ও সুশাসনের ভিত্তিতে সমৃদ্ধিশালী দেশ গড়াই লক্ষ্য: জামায়াত আমির
নৈতিক মূল্যবোধ ও সুশাসনের ভিত্তিতে সমৃদ্ধিশালী দেশ গড়াই জামায়াতে ইসলামির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ রোপণ করা হয়েছে। একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রসমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। আমাদের এখন প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা। নৈতিক মূল্যবোধ ও সুশাসনের ভিত্তিতে একটি সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সাতক্ষীরাবাসীর প্রতি দায়বদ্ধতার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এ অঞ্চলের শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। তাদের খোঁজ-খবর নিতে আমি এখানে এসেছি। সাতক্ষীরার জনগণ বারবার নির্যাতনের শিকার হয়েছে। সমগ্র দেশের মধ্যে এই জেলার সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডলের বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এটি ইতিহাসে বিরল এক ঘটনা।
ডা. শফিকুর রহমান সাতক্ষীরায় অবস্থানকালে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াতের রোকন সম্মেলনে এবং দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সভা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী ও সুশৃঙ্খল হবে।
ঢাকাটাইমস/৩০নভেম্বর/ইএস
মন্তব্য করুন