গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় তেজগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫
অ- অ+

আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি।

সোমবার বিকালে আনন্দ মিছিলটি পান্থপথ মোড় থেকে শুরু করে কাওরান বাজার হয়ে ফার্মগেট ঘুরে রাজাবাজার গিয়ে শেষ হয়। মিছিলের মধ্যপথে কাওরান বাজার মসজিদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরী করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগ যে অত্যাচার করেছে বিএনপি তা কখনও করবে না। কিন্তু জনগণ আপনাদের ক্ষমা করবে না। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। এই রক্তের হিসেব পতিত স্বৈরশাসককে দিতেই হবে। সমাবেশে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দীন হায়দার আরজু।

মিছিলে সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, এল রহমান, মহানগর উত্তর বিএনপি নেতা মুজাহীদুল ইসলাম সেলিম, রাহিমি তাসলিমা রিতা, তেজগাওঁ থানার যু্গ্ম আহ্বায়ক হাফিজুর কবির, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, তোফায়েল আহমেদসহ ওয়ার্ডের তেজগাঁও থানার ২৫, ২৬নং ও শেরে বাংলা নগর থানার ৯৯, ২৭, ২৮ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট সিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা