ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক প্রাণহানিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১৮:৫২
অ- অ+

ভূমিকম্পে মিয়ানমারে সহস্রাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি ভয়াবহ এই দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায়, উদ্ধার তৎপরতা জোরদার ও ভূমিকম্প পরবর্তী পুনর্বাসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সরকারকেও এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

অপর এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে দেশের মানুষ ঈদ উল ফিতর উদ্‌যাপন করবে।

বিবৃতিতে তিনি ঈদের আনন্দ যাতে গরীব মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কোটি কোটি মানুষের ঈদযাত্রা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের, ১-১ সমতা
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা