সংসদ নির্বাচন নিয়ে চাপ সৃষ্টির প্রতিবাদ জানালো বাংলাদেশ জাস্টিস পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ২০:২০
অ- অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কতিপয় রাজনৈতিক দল অহেতুক চাপ সৃষ্টি করছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা)।

শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়ে এই প্রতিবাদ জানান দলের সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং সাধারণ সম্পাদক মনসুর আলম সিকদার।

বিবৃতিতে যা বলেছেন জাস্টিস পার্টির সভাপতি-সম্পাদক

১. অতি সম্প্রতি আশু জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অহেতুক চাপ সৃষ্টির পাঁয়তারা করছে, যা এই মুহূর্তে কাম্য নয়।

২. জাতীয় সংসদ নির্বাচন একটি অতীব গুরুত্বপুর্ণ জাতীয় বিষয়। বিগত তিনটি সংসদীয় নির্বাচনে ভোটারবিহীন ভূতুড়ে নির্বাচনের অভিজ্ঞতা, ত্রুটিযুক্ত ভোটার তালিকা, নির্বাচনি আইনের সংস্কার, নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, রাজনৈতিক দলের সংস্কার, নির্বাচনি এলাকা পুনর্নির্ধারণ, নির্বাচনে বিভিন্ন স্তরের প্রশাসনিক সংস্কার ও অন্যান্য আইনগত বিষয়াদি নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যেনতেন প্রকারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে জনমতের প্রতিফলন সঠিকভাবে প্রতিফলিত হবে না বলে মনে করে বাংলাদেশ জাস্টিস পার্টি।

৩. বাংলাদেশ জাস্টিস পার্টি মনে করে, এই মুহূর্তে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নির্বাচন কমিশন তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

৪. বাংলাদেশ জাস্টিস পার্টি মনে করে, যথোপযুক্ত সংস্কার সাধন না করে নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া দেশকে অরাজক পরিস্থিতির দিকে ধাবিত করবে।

৫. বাংলাদেশ জাস্টিস পার্টি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে যৌক্তিক সময় নেওয়ার জন্য জনগণের কণ্ঠস্বর হিসাবে বিশেষ আহ্বান জানাচ্ছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা