ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৬
অ- অ+

গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে। মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি করবে।

বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদের ও কাম্য নয়।

তিনি বলেন, ইসরায়েলি ইহুদিবাদীদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ বাড়ি ঘর ও বেসামরিক সকল স্থাপনা। এমনকি হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। আমরা এই নির্মমতা বর্বরতা নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় তিনি বলেন, যারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, আঘাত করছে, তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করতে পারি না। আমরা ইতোমধ্যেই ইসরায়েলি পণ্য বর্জন করেছি। তবে বর্জনের নামে যারা ভাঙচুর ও লুটতরাজ করছে এটাকে কোন অবস্থাতেই সমর্থন করা যাবে না। ভাঙচুর ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, বিএনপি বাংলাদেশে একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদূর করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

যৌথ সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, তুহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

এছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল সদস্যবৃন্দ এবং ২৬টি থানা ৭১টি ওয়ার্ড ও সকল ইউনিট বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা