মার্চ ফর গাজা: সকাল থেকেই সোহরাওয়ার্দীতে আসছে মানুষ

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করবে জামায়াতসহ বিভিন্ন সংগঠন। আজ শনিবার বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরু হওয়ার কথা। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে আসছে ছোট-বড় মিছিল।
গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং সহানুভূতি জাগ্রত করতেই এই গণজমায়েত আয়োজন করা হয়েছে।
সরজমিন ঘুরে দেখা গেছে, জমায়েত বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল নেমেছে।
বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই “মার্চ ফর গাজা” কর্মসূচি।
এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।
আয়োজকরা বলছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এফএ)

মন্তব্য করুন