ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের আহ্বান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৫, ২০:৩৫
অ- অ+

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ–এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের পথ হিসেবে ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত এ আহ্বান জানান।

তিনি বলেন, "দেশের মজলুম, বিক্ষুব্ধ ও মর্মাহত জনগণ এখন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়। বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উগ্রবাদ ও স্বৈরশাসনের প্রবণতা, সেইসঙ্গে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ—স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে।"

আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। তার ভাষায়, "একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে রক্ষা করতে।"

তিনি বলেন, সঠিক জনপ্রতিনিধিত্ব ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন প্রয়োজন। সেইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি ‘ডিজিটাল মোবাইল থাম্ব ভোটিং’ পদ্ধতি চালুর প্রস্তাব রাখেন।

(ঢাকাটাইমস/৩১মে/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সিইসিকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা’
টিএসসির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা