নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টিকে গুজব বললেন তার এজেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
অ- অ+

ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেনো গভীর বন্ধুত্ব। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন। এক বছর পর ইনজুরি কাটিয়ে আল হিলালের জার্সিতে মাঠে নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তার পিছু ছাড়ছে না। সেই ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। তারপর আবারও বেশ কয়েক দিনের জন্য ছিটকে যান মাঠের বাইরে।

একের পর এক ইনজুরির হানা, ঠিকমতো মাঠেও নামার সুযোগ পাচ্ছেন না। এমতাবস্থায় অনেকেই ভাবছেন নেইমারকে হয়তো আর রাখবে না সৌদি ক্লাব আল হিলাল। আগামী বছরের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। তারপর নেইমার কি করবেন? আল হিলাল কি তার সঙ্গে চুক্তি নবায়ন করবে? এমন অনেক প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ফুটবলাঙ্গনে।

গুঞ্জন রয়েছে, আল হিলালের পাট চুকিয়ে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। নেইমার যেহেতু ব্রাজিলে ফিরবেনই, তাহলে শুধু সান্তোস কেন; অন্য কোনো ক্লাবও তো তাকে কিনতে পারে। পালমেইরাস সান্তোসেরই নগর প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর ক্লাব হওয়ায় তাদেরও নেইমারের ব্যাপারে আগ্রহ থাকাটা স্বাভাবিক।

তবে সেই সম্ভাবনায় শুরুতেই জল ঢেলে দিয়েছেন পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে চোটজর্জর নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। তবে তিনি নেইমারের খেলার প্রশংসাও করেছেন।

নেইমারের মতো আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (মেডিকেল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

তবে নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট পিনি জাহাভি। ‘নেইমারের আল হিলাল ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা চলছে না। তিনি চুক্তির অধীনে আছেন এবং এখানে খুব ভালো আছেন।’

নেইমারের এজেন্ট আরও বলেন, ‘নেইমারের বাবা এবং আমি, আমরাই একমাত্র মানুষ যারা নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি। আমি জানি না, এসব গুজব কোথা থেকে আসছে।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি।

আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। সম্প্রতি সময়ে ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। তবে তার এজেন্ট স্রেফ গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।

নেইমারের সান্তোসে ফেরার খবর সবার আগে ফাঁস করেছিলেন আর্জেন্টিনার সাংবাদিক সিজার লুইস মারলো। গতকাল রোববার নেইমারের এজেন্টের বিবৃতির পর পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ একটি পোস্ট করেন আর্জেন্টাইন সাংবাদিক।

লুইস মারলো লেখেন, ‘সান্তোস যা বলেছে, নেইমারের এজেন্ট তা প্রকাশ্যে অস্বীকার করেছে। আমি যে খবর প্রকাশ করেছি, এখনও তার উপরই স্থির আছি। ঈশ্বরকে ধন্যবাদ। ব্রাজিলের লোকেরা জানে আমি কীভাবে কাজ করি। এটি অনেকবার হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সত্যতা বেরিয়ে আসবে।’

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা