দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:০৮
অ- অ+

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই মিরিজিকে সামনে রেখে শক্তিশালী ১৭ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কানরা।

ঘোষিত দলে দুই বছর পর ফিরেছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বোলডেনিয়া। সুযোগ পেয়েছেন অফস্পিনার নিশান পেইরিস। ডারবান ও গেবেরহায় হতে চলা দুই টেস্টে ডাক পাননি অফস্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এবছর মাত্র একটি টেস্ট খেলা রমেশ ৬ উইকেট নিয়েছিলেন। এম্বোলডেনিয়া ও ওশেদা ফের্নান্দো ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করার জন্য জায়গা পেয়েছেন।

লঙ্কানদের পেস আক্রমণে থাকবেন আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা এবং অলরাউন্ডার মিলান রথনায়েকে। স্পিনে আরেক বাঁহাতি প্রভাত জয়সূরিয়া আছেন। সিরিজটির মাধ্যমে শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা দুইয়ে ওঠার।

২৭ নভেম্বর ডারবানে হবে প্রথম টেস্ট। পোর্ট এলিজাবেথে দ্বিতীয়টি ম্যাচটি হবে ৫ ডিসেম্বর। সিরিজটি খেলতে ২২ নভেম্বর দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ভারত দুইয়ে। তিন নম্বরে থাকল শ্রীলঙ্কা। তাদের পেছনে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার টেস্ট দল

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশেদা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রভাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বোলডেনিয়া, মিলান রথনায়েকে, আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা