জমে উঠেছে পার্থ টেস্ট, ১৫০ রান করেও লিড নিয়েছে ভারত
জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্ট। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমে অজি পেসারদের তোপে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। তবে এখানেই শেষ নয়। ভারতকে মাত্র ১৫০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে অজিরা নিজেরাই গুটিয়ে গেছে ১০৪ রানে। এতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। মিচেল স্টার্কের উইকেটের পতনের মাধ্যমে শেষ হয় অসিদের প্রথম ইনিংস।
অস্ট্রেলিয়া গুটিয়ে যেতে পারতো একশর আগেই। কেননা ভারতীয় পেসারদের তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল!
৫১তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় পেসার হার্ষিত রানাকে উড়িয়ে মারতে যান স্টার্ক। ব্যাটের কানায় লেগে বল উড়াল দেয় আকাশে। এরপর জমা জয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ১১২ বলে ২৬ রান করেন স্টার্ক। যা অস্ট্রেলিয়ার এই ইনিংসের সর্বোচ্চ। ৩১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড।
এর আগে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ১৫০ রানে অলআউট হয় ভারত। এত কম রান করেও ৪৬ রানের লিড পেয়ে ছোট একটি রেকর্ডও করলো ভারতীয়রা। প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করে টেস্টে ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রানের লিড পেল ম্যান ইন ব্লুজরা।
আজ পার্থে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা অ্যালেক্স কেরে আজ যোগ করতে পারেন কেবল ২ রান। জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৩১ বলে ২১।
চেষ্টা করে পিচে টিকে থাকতে পারেননি নাথান লায়নও। ১৬ বলে ৫ রান করে রানার বলে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তখন অস্ট্রেয়িার দলীয় রান ৭৯। এরপর বাকি সবই করেন স্টার্ক।
এর আগে গতকাল শুক্রবার ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে নেমে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসে ৩ উইকেট। একাই ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বুমরাহ।
দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (০) তুলে নেন বুমরাহ।
টিকতে পারেননি ট্রাভিস হেডও (১৩ বলে ১১)। অভিষিক্ত পেসার রানার টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হন বাঁহাতি অসি ব্যাটার। মিচেল মার্শ ১৯ বল খেললেও করতে পারেন ৬ রান।
থিতু হয়ে থাকার প্রাণপণ চেষ্টা করেন মারনাস লাবুশেন। ৫২টি বল খেলেন তিনি। রান করেন মাত্র ২। প্যাট কামিন্সকে দাঁড়াতে দেননি বুমরাহ। ৫ বলে ৩ রান করে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন বুমরাহ, অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের দখল নেন হার্ষিত রানা ও ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন