লা লিগা: লাল কার্ড ও দুই মিনিটের ঝড়ে পয়েন্ট হারাল বার্সা
ফুটবলকে বলা হয় অনিশ্চয়তার খেলা। শেষ মিনিটেও বদলে যেতে পারে ম্যাচের ফলাফল। এবার ঠিক তেমনটাই হলো বার্সেলোনার সাথে। লা লিগায় সেল্টা ভিগোর মাঠে দুই অর্ধে দুই গোল করে সহজ জয়ের পথেই হাঁটছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই ম্যাচের চিত্র বদলে যায়। মাত্র ২ মিনিটের ব্যবধানে দুই গোলই শোধ দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে স্বাগতিক সেল্টা ভিগো।
শনিবার (২৩ নভেম্বর) বালাইদসে লা লিগার খেলায় স্বাগতিক সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেষ ৮ মিনিট ১০জন নিয়ে খেলা বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়া ও দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানদোভস্কি গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শেষ দিকে আলফনসো গঞ্জালেস ও উগো আলভারেজের গোলে ম্যাচে সমতায় ফেরেন স্বাগতিকরা।
২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম ২ গোলের লিড নেয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয় ব্যাপার যে, সেবারও বার্সার প্রতিপক্ষ ছিল সেল্টা ভিগো। সেবার এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচটা ড্র করেছিল কাতালান জায়ান্টরা। ৯৬ মিনিটে সেল্টার পক্ষে সমতাসূচক গোলটি করেছিলেন ইয়াগো আসপাস।
এই নিয়ে লিগে টানা দুই ম্যায়ে পয়েন্ট হারাল বার্সা। আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল।
চোটের কারণে এদিনও লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে বার্সা। যে কারণে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে তাদের। তবে ১৫ মিনিটের সময় প্রথম ভালো আক্রমণ থেকেই লিড পায় বার্সা। রাফিনিয়া দলকে এগিয়ে দেয়। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান জুলস কুন্দে। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৩ গোল করলেন রাফিনিয়া। এই ব্রাজিলিয়ানের নামের পাশে আছে ১০টি অ্যাসিস্টও। লিগে এখন পর্যন্ত ৮ গোল করেছেন তিনি। যা তিন মৌসুম আগে ক্লাবটিতে যোগ দেয়ার পর সর্বোচ্চ।
৪১ মিনিটে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান লেভানদোভস্কি। কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি বার্সা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লেভানদোভস্কি ফের জালে বল পাঠান। এবার আর অফসাইড ট্র্যাপ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রাফিনিয়ার পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। সেল্টার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করার চেষ্টায় বল লেভার পায়েই মেরে বসেন। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ২০ গোল করলেন এই ৩৬ বছর বয়সী। এর মধ্যে লা লিহায় ১৪ ম্যাচেই ১৫ গোল করেছেন তিনি। লিগে ৮ গোলের বেশি নেই আর কারও।
৮২ মিনিটে সেল্টার একজনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসাদো। এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১০জনের বার্সা আর কুলাতে পারেনি ১১জনের সেল্টার বিপক্ষে।
৮৪ মিনিটে কুন্দের ভুলে সেল্টা ম্যাচে ফেরে। কুন্দে বলের নিয়ন্ত্রণ হারালে বল জালে পাঠান গঞ্জালেস। এর দুই মিনিট পরেই ছয় গজি বক্সের কোণা থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান আলভারেস।
১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা । সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইতে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। আজ রাতে লেগানেসকে হারাতে পারলেই পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে ওঠার সুযোগ রিয়ালের সামনে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সেল্টা ভিগো।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন