আইপিএলের মেগা নিলাম: বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:২৮
অ- অ+

অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। কেননা আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে দু’দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট মেগা নিলাম। বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে নিলাম আয়োজন। খেলোয়াড় দলে ভেড়াতে লড়বে ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলাম অনুষ্ঠানে চোখ থাকবে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের নজরে থাকবে ১২ টাইগার ক্রিকেটার।

আইপিএলের ১৮তম আসরে এবার মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত তিন বছর পর পর এই মেগা নিলাম হয়, বাকি বছরগুলোতে হয় ‘মিনি নিলাম’। তিন বছর পরপর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে বড় ধরনের রদবদল হয়ে থাকে। কেননা এই সময়ে সবচেয়ে কম ক্রিকেটারকে ধরে রাখতে পারে প্রতিটি দল। এবার যেমন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে তাদের পুরোনো স্কোয়াড থেকে রেখে দিতে পারছে। এ কারণে নিলামে প্রচুর অর্থ নিয়ে তারা অনেক বেশি ক্রিকেটার দলে ভেড়ায়। আগামী বছর ১৪ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল।

দেড় দশক ধরে টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত নিজেদের এই ফরম্যাটে মেলে ধরতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। আন্তর্জাতিক পর্যায়ে টি-টোয়েন্টিতে আলো কাড়তে না পারায় বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টেও বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে সেভাবে আলোচনা নেই। আইপিএলে নিয়মিত খেলার অভিজ্ঞতা শুধু সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানেরই।

আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত আন্তর্জাতিক অঙ্গনে কম অভিজ্ঞতাসম্পন্ন দলের বেশ কয়েকজন খেলোয়াড় প্রতি মৌসুমে আইপিএলে খেললেও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা থাকে প্রতিবারই। এবারের মেগানিলামেও সেই অনিশ্চয়তা থাকছে। ১২ জন খেলোয়াড়ের নাম নিবন্ধিত থাকলেও মোস্তাফিজ ছাড়া সেভাবে কারোরই সম্ভাবনা দেখা যাচ্ছে না।

২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথমবারই নজরকাড়া পারফরম্যান্সে তাক লাগিয়ে দেন তিনি। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এরপর আরও চারটি দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। সেই দলগুলো হলো- মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস।

সবশেষ গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। তবে এরপরও তাকে চেন্নাই তাকে রিটেইন করেনি। ফলে দল পেতে মেগা নিলামের জন্য অপেক্ষা করতে হবে তাকে।

রিটেইন না করলেও এবারের নিলামেও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। গতবার ঘরের মাঠ এম চিদাম্বরমের স্লো উইকেটে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন এই বাঁহাতি কাটার মাস্টার। ৬ ম্যাচেই শিকার করেছিলেন ১১ উইকেট। আরেক পেসার মাথিসা পাথিরানার সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন তিনি। এই মৌসুমেও চেন্নাইয়ের রিটেইন করা খেলোয়াড়ের তালিকায় আছেন পাথিরানা। ফলে মেগা নিলাম থেকে ফের মোস্তাফিজকে দলে টানতে পারে তারা। চেন্নাই ছাড়াও আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন তিনি।

গত মৌসুমে আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে শেষ কিছুদিন ভালো কাটেনি তার। বয়সের ছাপ পড়তে শুরু করেছে খেলায়। সে হিসেবে এবারের মেগা নিলাম থেকে দল পাওয়া কঠিনই হবে অলকাটার হয়ে আইপিএলের দুটি শিরোপা জেতা সাকিবের।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশেষ আগ্রহ থাকে লেগ স্পিনারদের নিয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া বোলিংয়ে সাড়া জাগিয়েছিলেন বাংলাদেশি লেগ স্পিনার। ৭ ম্যাচেই শিকার করেছিলেন ১৪ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে লেজের দিকে ঝড় তোলার সামর্থ তো আছেই।

তবে কিছুদিন আগে ভারত সফরে খুব একটা সুবিধা করতে পারেননি রিশাদ। ৩ ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৩টি, ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.১ করে। যে কারণে বলা যায়, দলে ভেড়াতে তাকে দুইবার ভাববে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাকিদের মধ্যে এক্সপ্রেস গতির কারণে আলোচনায় আছেন নাহিদ রানাও। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেই সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়েই গতি দিয়ে ভড়কে দিয়েছেন প্রতিপক্ষকে। একটানা ঘণ্টায় ১৫০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করতে পারা এই পেসার পিছিয়ে অভিজ্ঞতায়। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি পরীক্ষিত নন তিনি। আন্তর্জাতিক টি-টোয়ন্টিতে এখনও অভিষেকও হয়নি তার। যে কারণে দল পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই তার।

বাংলাদেশিদের দলে নেয়ার ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ততা। আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সদা বলের সিরিজ খেলবে। স্বাভাবিকভাবেই মোস্তাফিজ-রিশাদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সে সময় আইপিএলে খেলার ছাড়পত্র বিসিবি দেবে না। এই ঝুঁকি থাকার পরও বাংলাদেশি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়ায় কি-না তাই দেখার বিষয় এখন।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা