অ্যান্টিগা টেস্ট: ৩৯ রানে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২১:১৩| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২২:২৩
অ- অ+

অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনে ৯ উইকেট ২৬৯ রান নিয়ে শেষ করে বাংলাদেশ। তবে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার কথা থাকলেও সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেনি মেহেদী হাসান মিরাজের দল। হাতে ১ উইকেট থাকলেও বাংলাদেশ ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেতশ ইনিংস ঘোষণার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ (সোমবার) ১৮১ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে ব্যাটিংয়ে নামেন ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। প্রথম চার ওভারেই তারা তুলে নেন ২১ রান। তবে এরপরের ওভারেই এই জুটিকে থামান তাসকিন আহমেদ। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মিকাইল লুইস। তার বিদায়ে ২৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

মিকাইল লুইসের বিদায়ের পর কিসি কার্টিকে নিয়ে জুটি গড়েন ক্রেইগ ব্রাফেট। তবে এই ‍জটিকেও বেশিদূর এগোতে দেননি তাসকিন। মিকাইল লুইসের পর কিসি কার্টিকেও ফেরান তিনি। তাসকিনের শিকার হয়ে ১৩ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরে যান লুইস।

তাসকিনের পরের ওভারেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আগাত হানেন আরেক পেসার শরিফুল ইসলাম। শরিফুলের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ক্রেইগ ব্রাফেট। আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৩ রান। তার বিদায়ে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দ্বিতীয় সেশনে ছন্দ হারান এই দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুমিনুল হক। মুমিনুলের পর ৪০ রান করে ফিরে যান লিটন দাস।

তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। আর চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে তারা।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
কালিয়াকৈর রেঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইঁদুর-বিড়াল খেলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা