রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৭
অ- অ+

সাম্প্রতিক সময়ে যে কয়জন তরুণ খেলোয়াড় ফুটবল বিশ্বে নজর কেড়েছেন তাদের মধ্যে লামিনে ইয়ামাল অন্যতম। বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখছেন ইয়ামাল। নিজের পায়ের জাদুতে একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় গোল করা এবং কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের মতো রেকর্ড আছে ইয়ামালের দখলে। এবার আরেকটি রেকর্ডে নাম লেখালেন ১৭ বছর বয়সি এই তারকা। সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সি ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারকে 'গোল্ডেন বয়' পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র টাট্টোস্পোর্ট। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার (২৭ নভেম্বর) ইয়ামালের নাম ঘোষণা করা হয়।

২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল। বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে। টাট্টোস্পোর্টের নির্ধারিত জুরিদের দেয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর মধ্যে ৪৮৮-ই পেয়েছেন ইয়ামাল।

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল। তিনি বলেন, 'এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। একটা স্বপ্ন, আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।'

২০০৩ সালে পুরস্কারটি দেয়া শুরু করে টাট্টোস্পোর্ট। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ আর বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও এই পুরস্কার জেতেন গাভি ও পেদ্রি।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা