শর্ত মানবে না বিসিবি, শেষ হচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝেই আবারও আলোচনায় সাকিব আল হাসান। সাকিব আলোচনায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলকালীন সময় থেকেই।
কেননা সেখানেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। তার শেষ টেস্ট হয়ে থাকছে তাই গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টই।
তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনো অবসর নেননি সাকিব। সাকিব বহুবার জানিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই ইচ্ছেও পূরণ না হওয়ার শঙ্কার মুখে। চ্যাম্পিয়নস ট্রফির আগে যেই একটিমাত্র ওয়ানডে সিরিজ বাকি আছে বাংলাদেশের। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকার জোর গুঞ্জন রয়েছে।
গুঞ্জন রয়েছে বিসিবির কাছে দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া, দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সেই আবদার রাখতে পারেনি বিসিবি। তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজে। এর ফলে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন অনেকে। যার বড় প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সাকিবকে না রাখার সিদ্ধান্ত।
সাকিব বর্তমানে একটি হত্যা মামলায় আসামি। এছাড়া শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে তার বিরুদ্ধে। বিদেশে টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের সদস্যদের নাম বোর্ডে জমা দিয়েছেন। দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম।
সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই। মূলত বিসিবি তার শর্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত।
অন্যদিকে, দলের অবস্থা আরও জটিল করেছে খেলোয়াড়দের চোট। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর পর এবার তাওহীদ হৃদয় চোটে পড়েছেন। ফলে টেস্ট দলের খেলোয়াড়দের দিয়েই ওয়ানডে স্কোয়াড গঠন করতে হবে। সম্ভাব্য দলে জাকির হাসান, মাহিদুল ইসলাম অংকন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনের মধ্যে চারজনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি দুর্বল দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে, যা দলের ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য বড় চিন্তার কারণ।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন