জ্যামাইকা টেস্ট: ম্যাচ শুরুর অপেক্ষা আরও বাড়ল, পরবর্তী মাঠ পর্যবেক্ষণ ১ টায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:২৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস হয়নি।

সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। তবে সেটি হয়নি। মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় টসে বিলম্ব হয়।

এরপর বাংলাদেশ সময় রাত ১০ টায় আবারও পর্যবেক্ষণে নেমেছিলেন আম্পায়াররা। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারেনি আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হয় টসের সময়।যার ফলে আজ প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত হয়ে যায়। কোনো বল না খেলেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

বাংলাদেশ সময় রাত ১২ টায় আবারও পরিদর্শনে নেমেও হতাশ হয়েছেন আম্পায়ররা। জানা গেছে রাত ১টায় আবারও পরিদর্শনে নামবেন তারা। কিংস্টনে আজ আকাশ ঝলমলে থাকলেও আগের কয়েক দিনের বৃষ্টির কারণে উইকেটের পাশে ও আউটফিল্ডের বড় একটা অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। এ কারণেই খেলা শুরু করা যাচ্ছে না।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা