জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। বাংলাদেশ তাদের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টেও। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে মাত্র ১০ রানে ২ উইকেট হারায় টাইগাররা। এরপর জুটি গড়ে দলকে টেনে নেন সাদমনি ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। তবে দ্বিতীয় দিনে এসে খেই হারিয়ে ফেললো টাইগাররা ব্যাটাররা।
দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান চার টাইগার ব্যাটার। যার ফলে মাত্র ৯৮ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ্। এরপরেই তাইজুল ইসলামকে নিয়ে জুটি গড়েন মেহেদেী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ৫৮ ওভারে ১২২ রান করে অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
জ্যামাইকা টেস্টের প্রথম দিনের বৃষ্টির বাঁধা থাকলেও দ্বিতীয় দিনে সঠিক সময়েই শুরু হয় খেলা।আজ রবিবার (১ ডিসেম্বর) আগের দিনের ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে তাদের জুটিকে দ্বিতীয় দিনের আর বেশিদূর এগোতে দেননি শামার জোসেফ।
আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন দীপু। ৮৯ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৮৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শাহাদাত হোসেন দীপুর বিদায়ের পর সাজঘরে ফিরে যান লিটন দাসও। ৬ বলে মাত্র ১ রানে করে জেইডন সিলসের বলে কাভেম হজের হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন লিটন। তার বিদায়ে ৮৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
দলের বিপদ আরও বাড়িয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জাকের আলী। ১০ বলে মাত্র ১ রান করে বলে শামার জোসেফের বলে জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন জাকের। তার বিদায়ে মাত্র ৯৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
জাকেরের বিদায়ের পর প্যাভিলিয়নের পথ ধরেন অর্ধশতক তুলে নেওয়া সাদমান ইসলামও। ১৩৭ বলে ৬৪ রান করে কট বিহাইন্ড হন তিনি। তার বিদায়ে মাত্র ৯৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা।
৯৮ রানে ৬ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ৫৮ ওভারে ১২২ রান করে অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
এর আগে ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়ে যায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্টের টস। দুই সেশন পণ্ড হয় এতে করে। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর অবশেষে আম্পায়াররা ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।
মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা টাইগাররা অবশ্য দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করেছে সাদমান-দীপু জুটির ব্যাটে ভর করে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। তার অর্ধশতকে ভর করে ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন