ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করে যা বললেন নাহিদ রানা
পিছনের সব ব্যর্থতা ভুলে জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত খেলেছে টাইগাররা। ক্যারিবীয়ান শিবিরে একাই ধ্বস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর রানা বললেন, স্পেশাল কিছু করতে চাননি তিনি।
কিংস্টনে আগুন ঝরানো বোলিংয়ের রহস্য জানতে চাইলে রানা বলেন, 'প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশিকিছু ট্রাই করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে (ক্রিজে) জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং করা যায়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানকে কীভাবে চাপে রাখা যায় সেই চেষ্টাই করেছি।'
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের শুরুটাও বাজে হয়েছিল বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এমনকি, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে এক পর্যায়ে ভালো অবস্থায়ই ছিল। তবে তৃতীয় দিন শেষে পাশা পাল্টে গেছে। এখন ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য কী সেটাও জানিয়েছেন রানা।
টাইগার এই পেসার বলেন, 'আমরা এখন ভালো জায়গায় আছি। এখান থেকে যদি আমরা ২৫০-র উপরে (লিড) নিতে পারি তাহলে ভালো কিছু আশা করছি। কারণ, এই উইকেটে এখন ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা বেশ কঠিন। এখানে এখন বাউন্স থাকবে, স্পিনাররাও টার্ন পাবে।'
এই উইকেটে এখন বোলাররা কী করলে সফলতা পাবে সেটাও জানিয়েছেন এই পেসার। রানা বলেন, 'আমার মনে হয় এই উইকেটে এখন বেশিকিছু না করে শুধু লাইন টু লাইন বোলিং করা উচিত। ব্যাটসম্যানরা যেন রুম (জায়গা) না পায় তেমন বোলিং করতে হবে। ফলে আমি মনে করি এখন এতো কিছু ট্রাই করার দরকার নেই।'
(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন