দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব

দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজের (হাব) পরিকল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে এই স্পোর্টস হাব।
রোববার (৬এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দিবসটি উপলক্ষে স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে স্পোর্টস হাব নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকেই সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছিলাম। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি, এ জন্য দেশের আট বিভাগে স্পোর্টস হাব করব।’ সংযুক্ত আরব আমিরাত এতে সহায়তা করবে বলে জানান তিনি।
এই উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের সম্পৃক্ত হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, স্পোর্টস হাব নিয়ে প্রথমে চীনের সঙ্গে আলোচনা করে সরকার। পরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়।
আসিফ মাহমুদ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যার বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাবের ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আশা করছি সামনের অর্থবছরেই কাজ শুরু করতে পারব।’
এর আগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যাথলির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকাল সোয়া ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যা লির উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ সুসজ্জিত র্যাললিটি গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন শেষে প্রথম ম্যাচের খেলা উপভোগ করেন আসিফ মাহমুদ।
আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

মন্তব্য করুন