শার্শা সীমান্তে ১২টি সোনার বার জব্দ

প্রকাশ | ০৬ মে ২০২৩, ০৮:১৩ | আপডেট: ০৬ মে ২০২৩, ০৯:২৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার রাতে উপজেলার গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে সোনার বারগুলো জব্দ করে ২১ ব্যাটেলিয়নের সদস্যরা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে ভারতে দিকে চলে যায়। 

আরও পড়ুন: বাহারছড়া পাহাড়ে র‍্যাবের অভিযান: আরসা নেতা ছলেসহ ৬ ডাকাত গ্রেপ্তার

পরে প্যাকেটটি তল্লাশি করে তার মধ্য থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলেএ জানান বিজিবির অধিনায়ক।

(ঢাকাটাইমস/০৬মে/এসএম)