৩৫ বছরের বিরোধের অবসান, গ্রামবাসীর শান্তির শপথ

প্রকাশ | ০৭ মে ২০২৩, ০৮:৪১ | আপডেট: ০৭ মে ২০২৩, ০৯:০১

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রায় ৩৫ বছরের বিরোধ ছেড়ে মাদারীপুরের ডাসারে শান্তির পক্ষে শপথ নিয়েছেন গ্রামবাসী। এছাড়া বিটপুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠানে দেশী অস্ত্র জমা দিয়েছেন তারা। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে এ শান্তি সভা অনুষ্ঠিত হয়। 

এসময় ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামানের হাতে ঢাল-শরকি, রামদা ও টেঁটাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জমা দেন গ্রামবাসীরা। 

এদিকে অস্ত্র জমা দেয়ার খবরে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। 

এই ঘটনায় সন্তোষ প্রকাশ করে ওসি হাসানুজ্জামান বলেন, বিরোধ ও সংঘাত কোন মঙ্গল বয়ে আনে না। ঘরে ঘরে অস্ত্র নয়, অস্ত্রের বদলে ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ রাখেন। আপনারা সংঘাত ছেড়ে শান্তির পথে ফিরে আসছেন তাই আপনারা এই শপথ বলবত রাখবেন। আমি শান্তি চাই সংঘাত চাই না। 

জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে খান ও মল্লিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে প্রায় ৩৫ বছর ধরে বিরোধ চলে আসছে। 

এর ফলে উভয় পক্ষ মামলা হামলা ও ভাংচুর লুটপাটসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পরেছেন। এতে করে ওই এলাকার যুব সমাজ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এই দীর্ঘ সময়ের বিরোধ নিরসনে ওই এলাকার প্রায় দুই হাজার মানুষকে নিয়ে ডাসার থানা পুলিশ খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বিটপুলিশিং ও মতবিনিময় সভার আয়োজন করেন। পরে সেখানে দুপক্ষের লোকজন উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র জমা দেন এবং শান্তির পক্ষে শপথ নেন। 

আরও পড়ুন: ঢাকার টিকটকারদের হাত থেকে নোয়াখালীর দুই যুবতী উদ্ধার

এসময় আরও উপস্থিত ছিলেন ডাসার থানার ওসি (তদন্ত) মো. মনজুরুল ইসলাম, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মিতন মোল্লা, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭মে/এসএম)