রুহিয়া থানায় ‘গোল ঘর’র উদ্বোধন

প্রকাশ | ০৭ মে ২০২৩, ০৯:৫২

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ক্যাম্পাসে গোল ঘরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফিতা কেটে গোল ঘরের উদ্বোধন করেন।

জানা গেছে, এটি নির্মাণের ফলে এখানে থানা এলাকার সাধারণ মানুষ ছোট ঘটনায় মামলা না করেও পুলিশের সহায়তা পাবেন।

এদিন সম্প্রতি অগ্নিকাণ্ডে ২নং আখানগর ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের মাঝে রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পুড়ুন: সৈয়দপুর পৌরসভায় দূষণে-দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) শহিদুর রহমান প্রমুখ। 

(ঢাকাটাইমস/০৭মে/এসএম)