বিস্ফোরক মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশ | ০৮ মে ২০২৩, ০৮:৪২ | আপডেট: ০৮ মে ২০২৩, ০৮:৪৭

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাত ৮টার দিকে জেলা সদর মডেল থানা পুলিশ শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কালাইচর গ্রামের প্রয়াত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৫) ও আউলিয়ারচর গ্রামের প্রয়াত সুলতান মুন্সীর ছেলে রশিদ মুন্সী (৪৮)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে কুমিল্লা হয়ে মাদারীপুরে আসছে এমন খবরের ভিত্তিতে শহরের পুরাতন কোর্ট (লালুনার মোড়) এলাকায় তল্লাসী চৌকি বসানো হয়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করে আরোহী সেলিম হাওলাদার ও রশিদ মুন্সীর ব্যাগ তল্লাসি করে ১৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। 

আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পরে মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারে তাদের সঙ্গে আরও যারা জড়িত, এমন বেশকিছু নাম পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সোমবার আদালতে তোলা হবে। 

এছাড়াও তাদের বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৮মে/এসএম)