সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ ইলিয়াস মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিকালে উপজেলার নয়াপুর দক্ষিণপাড়া এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, সোনারগাঁও উপজেলার নয়াপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ইলিয়াস মিয়া।
আরও পড়ুন: জামালপুরে নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম সুমন জানান, বিকাল ৪টার দিকে উপজেলার নয়াপুর দক্ষিণপাড়া এলাকার সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/০৮মে/এসএম)