শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ

রক্তাক্ত জুলাই-আগস্টে মাতৃমুক্তির ইস্পাতদৃঢ় শপথে দৃপ্ত দেশপ্রেমিক দামাল ছেলেরা ছিনিয়ে আনে বিজয়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদী শক্তির কাছে টিকে থাকতে পারেনি ফ্যাসিস্ট। ছত্রিশে জুলাইয়ের প্রত্যুষে শত সহস্র শহীদের রক্তের হাসিমুখ নিয়ে পূর্বদিগন্ত আকাশজুড়ে জেগে ওঠে রক্ত লাল প্রত্যয়ে প্রদীপ্ত সূর্য। রক্তাক্ত জুলাইকে স্মরণ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাল রঙের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, "গত বছর ডিবি কার্যালয়ে বন্দি থাকায় প্রোফাইলে দিতে পারিনি। শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক।"
গত বছর আন্দোলন চলাকালে প্রতীকী লাল ছবি প্রোফাইলে দিতে পারেননি, কারণ সে সময় তিনি ডিবি কার্যালয়ে আটক ছিলেন। তবে এ বছর সেই অভাব পূরণ করে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রোফাইল হালনাগাদ করেছেন।
তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই শহীদের প্রতি সম্মান জানানোর এই ভঙ্গিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পোস্টটি ঘিরে তার অনুসারী ও সমর্থকদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)

মন্তব্য করুন