ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে বলদা রমজান আটক

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ২২:৪৫
অ- অ+

ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে আটক হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রমজান মিয়া ওরফে বলদা রমজান (২৮)।

মঙ্গলবার (১ জুলাই) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সেনা সদস্যরা ১০টি ট্রেনের টিকিটসহ আটক করে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ছিল।

রমজান মিয়া ‘বলদা রমজান’ নামে পরিচিত। এই নামে তার ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট রয়েছে। কৌতুক অভিনেতা রমজান আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশুগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছেন। কিন্তু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে মঙ্গলবার সকালে তাকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে সেনাবাহিনী।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রমজানকে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/০১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা