ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন-২০২২-এ শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।   এতে দুটি প্যানেল শহিদ-খুরশীদ পরিষদ ও প্রধান-নাহিদ পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়া কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ২৩১৭ ভোটারের মধ্যে ১৩২০ জন ভোট দেন। প্রধান-নাহিদ পরিষদ ছিলো শওকত মাহমুদ ও ইলিয়াস খান আর্শীবাদ পুষ্ট।   রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদের সভাপতি প্রার্থী দৈনিক সংগ্রামের মো: শহিদুল...
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :