ভাইস প্রেসিডেন্টের টাই-ভাঙা ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ০৯:০৯
অ- অ+

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কংগ্রেসে পাস হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। নিজ দল রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষে বিলটি পস হয় খুবই সামান্য ব্যবধানে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ২১৮-২১৪ ভোটের ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাস হয়। এরপর এতে সই করেন স্পিকার মাইক জনসন।

এই বিল নিয়ে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিতেও প্রবল বিরোধিতা ছিল। বিলটি কংগ্রেসে পাস হওয়ায় এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানান। এখন তিনি এতে সই করলেই বিলটি আইনে পরিণত হবে।

গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে বিলটি প্রথমে ৫০-৫০ টাই হয়। ডেমোক্র্যাটদের ৪৭ সদস্যের সঙ্গে তিনজন রিপাবলিকানও যোগ দেন। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দিলে ৫১-৫০ ভোটে পাস হয় বিলটি।

এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন।

(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা