২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৮:২৮| আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:৩৯
অ- অ+

যেকোনো ধরনের অনৈতিক ও অপরাধ কাজে লিপ্ত হলে বিএনপি কঠোর ব্যবস্থা নেবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের কেউ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এ জন্যই এ সতর্কতা।

রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দলের নামে কেউ যেকোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না।

শুক্রবার (৪ জুলাই) ঢাকার নয়া পল্টনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন দলের মুখমাত্র।

সংবাদ সম্মেলনে রিজভী গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অপরাধের দায়ে বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তুলে ধরেন।

রিজভী বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি, সঙ্গে সঙ্গে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।দেশের কোথায় কী ঘটছে, কারা কী করছে, খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।

রিজভী মহাখালীর জাকারিয়া বারের ঘটনা উল্লেখ করে বলেন, সেখানে ঢুকে ভাঙচুর ও নারীদের ওপর হামলার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে ওই ঘটনা ঘটেছে বলে ছবি-ভিডিও পাওয়া গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে যুবদলের নামধারী এই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

২৪ ঘণ্টায় নেওয়া আরও ব্যবস্থার হিসাব দিতে গিয়ে রিজভী বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছি।

দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগের সচিত্র প্রমাণ পাওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।

কয়েকজন দুষ্কৃতকারীকে সঙ্গে নিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার মহিলা দলের একজন নেত্রীকে (চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী) মারধর করেন । এটা কত বড় অনৈতিক কাপুরুষোচিত কা এমন মন্তব্য করে রিজভী বলেন, তাকে (খোকন মিয়া) আজ সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করে এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে জানিয়ে রিজভী বলেন, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলের লোকজনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এসব পরিসংখ্যান দিয়ে রিজভী জানান, ৫ আগস্টের পর দলের নামে, দুর্বৃত্ত চক্রের সঙ্গে যোগসাজশ করে অনৈতিক কাজের মধ্যে ছিল- বিএনপি ও অঙ্গসংগঠনের এমন ৪-৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো শৃঙ্খলাবিরোধী ও অপরাধের বিরুদ্ধে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নীতিতে আছেন বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সুদীপের মৃত্যু ঘিরে রহস্য
জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না: নাহিদ
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা আগামী ১০ জুলাই
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা