এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই প্রকাশ হতে পারে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত। আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে।
আজ সোমবার (৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন বলেন, ‘ফল তৈরির কাজ শেষ। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনই ফল প্রকাশ করা হবে।’
গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবারের সএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় গত ১৩ মে।
ফলের অপেক্ষায় রয়েছেন ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন