লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের

অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আক্ষেপ ঘুচলো বাংলাদেশের। লঙ্কানদের তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়লো লিটন দাসের দল। শ্রীলঙ্কার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।
আগের দুই ম্যাচ দুই দল জিতে নেয়ায় কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী সে ম্যাচে শ্রীলঙ্কাকে ২১ বল হাতে রেখেই ৮ উইকেটে সহজেই হারালো বাংলাদেশ। ফলে তিন ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কা বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশের সামনে। বল হাতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে মঞ্চটা প্রথমে তৈরি করে দেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা শেখ মাহেদী হাসান। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ১টি মেডেনসহ নেন ৪ উইকেট।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ২০ ওভার খেলে তোলে ৭ উইকেটে ১৩২ রান।
এরপর ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যে ইনিংস খেলার পথে তিনি একটি চারের সঙ্গে হাঁকান ৬টি ছক্কা। যার প্রতিটিই ছিল দেখার মতো।
তানজিদ হাসান তামিম আর লিটন দাস ৫০ বলে ৭৪ রানের জুটি গড়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন। ২৬ বলে ২ চার আর ১ ছক্কায় ৩২ করে আউট হন লিটন।
বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন তামিম আর তাওহিদ হৃদয়। ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই ফিরেছেন তারা। ৪৭ বলে ১ চার আর ৬ ছক্কায় হার না মানা ৭৩ করেন তানজিদ তামিম। ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।
ম্যাচে শেখ মেহেদী ১১ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট। একটি করে উইকেট শরিফুল, মোস্তাফিজুর রহমান আর শামীম পাটোয়ারীর।
(ঢাকাটাইমস/১৭জুলাই/আরকে)

মন্তব্য করুন