ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত

গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে ডাবলিন রেড কাউ হোটেলে এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অন্যতম সদস্য আব্দুল জলিলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত এবং সংগঠনের অন্যতম সদস্য শাকিল আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক আয় এবং ব্যয়ের হিসাব ও সংগঠনের আগামী দিনের কার্যপ্রণালী সভায় পেশ করেন।
বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় আগামী ১৯ আগস্ট গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক বোনভজন, ইসলামিক ওয়াজ মাহফিল আয়োজন এবং গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নতুন সদস্য সংগ্রহ করা।
এ সময় বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দ রেজওয়ান আহমেদ (বাবু), মো. টিটু মিয়া, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুস শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েম তফাদার, দপ্তর সম্পাদক, জিতু মিয়া, অর্থ সম্পাদক রাব্বি খাঁন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

মন্তব্য করুন