হুমাইরার লাশ হিমঘরে
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরকে মৃত অবস্থায় পাওয়া গেছে করাচির ডিফেন্স এলাকার নিজ ফ্ল্যাটে।
মঙ্গলবার (৮ জুলাই) উদ্ধার করা ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ ছিল অর্ধ-পচা অবস্থায়, যা দেখে পুলিশ ধারণা করছে তিনি প্রায় এক মাস আগেই মারা গেছেন।
ডিফেন্স ফেজ ৬ এলাকার নিজ অ্যাপার্টমেন্টে একাকী বসবাসরত হুমাইরার মৃত্যুর পর শুরু হয় নানা জল্পনা-কল্পনা। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে এখনো অপেক্ষা করা হচ্ছে ফরেনসিক বিশ্লেষণের রিপোর্টের।
করাচির এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী জানান, ২০১৮ সাল থেকে হুমাইরা ফ্ল্যাটটিতে একাই থাকতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া দিচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে ছিলেন নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন।
সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, হুমাইরার মৃত্যুর পর তার পরিবার, বিশেষ করে পিতা, লাশ গ্রহণে অস্বীকৃতি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, হুমাইরার বাবাকে বারবার অনুরোধ করা হলেও তিনি করাচিতে আসেননি এবং স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি তার মেয়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।
পুলিশ হিমঘরে সংরক্ষিত মরদেহের দায়িত্বে রয়েছে এবং আদালতের নির্দেশে হুমাইরার ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীরা মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছেন, যার মাধ্যমে মৃত্যুর আগে অভিনেত্রীর মানসিক অবস্থা ও পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে।
২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন হুমাইরা। ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি পান। তবে বিগত কয়েক বছর ধরে ছিলেন লাইমলাইটের বাইরে।
তার করুণ মৃত্যু এবং পরিবারের নির্লিপ্ততা পাকিস্তানের শোবিজ জগতে এক ধাক্কা দিয়েছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—নিখ্যাতদের আড়ালে থাকা একাকীত্ব, মানসিক স্বাস্থ্য এবং শিল্পীদের প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি নিয়ে।
এ মৃত্যু নতুন করে সামনে এনেছে শোবিজ জগতের আড়ালে থাকা এক নিষ্ঠুর বাস্তবতা—যেখানে খ্যাতির ঝলকানির আড়ালে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা, মানসিক লড়াই এবং সামাজিক বিচ্ছিন্নতা।
সূত্র: সামা টিভি

মন্তব্য করুন