‘পবিত্র পানি’ ছিটিয়ে শারীরিক স্পর্শ, ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ

মালয়েশিয়ায় এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রী ও সাবেক ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া’ লিসাল্লিনি কানারানকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত মাসে সেপাংয়ের একটি মন্দিরে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এমনটি জানানো হয়েছে।
অভিনেত্রীর অভিযোগ, পুরোহিত ‘ভারত থেকে আনা পবিত্র পানি’ ব্যবহার করে তার মুখে ও শরীরে ছিটিয়ে দেন এবং পরে শারীরিকভাবে অনভিপ্রেতভাবে স্পর্শ করেন। তিনি একপর্যায়ে তার পোশাক খুলতেও বলেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে লিসাল্লিনি সামাজিক মাধ্যমে জানান, মন্দিরে আস্থা রেখে প্রার্থনায় অংশ নিতে গিয়েই তিনি এ অভিজ্ঞতার মুখোমুখি হন। তবে ভয়ে তিনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি।
সেপাংয়ের পুলিশ প্রধান জানান, অভিযুক্ত ব্যক্তি মূল পুরোহিত না হয়ে মন্দিরে সাময়িক দায়িত্বে ছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
এই ঘটনায় মালয়েশিয়াজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, অনেকেই ধর্মীয় স্থানেও নারীরা নিরাপদ নয়—এই প্রশ্ন তুলেছেন।

মন্তব্য করুন