সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ০৯:১৮| আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:০৩
অ- অ+

সৌদি আরবে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

তবে যাদের লাইসেন্সের মেয়াদ এক বছরের কম, তাদের জন্য সেই মেয়াদোত্তীর্ণের দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে। অর্থাৎ সৌদি আরবে প্রবেশের এক বছর পূর্ণ হওয়ার আগেই যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ওই তারিখেই গাড়ি চালানোর অনুমতি শেষ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, চালকের ড্রাইভিং লাইসেন্সে যে যানবাহনের ক্যাটাগরি অনুমোদিত আছে, সৌদি আরবে সেই ধরনের যানবাহন চালানোই শুধু বৈধ হবে। পাশাপাশি সব বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা ইংরেজিতে অনুবাদ করাতে হবে, যাতে তথ্য নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।

তবে এই নিয়মের বাইরে রাখা হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিকদের। তারা সৌদিতে তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারবেন এবং তাদের আলাদাভাবে সৌদি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।

সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ বলছে, নতুন এই নির্দেশনা বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালনার নিয়মকানুন স্পষ্ট করে দিয়েছে। এর ফলে নিয়ম মেনে নিরাপদ ও আইনসম্মতভাবে গাড়ি চালানো নিশ্চিত হবে।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা