রাজাকার নিয়ে স্লোগান দিলে সেটা চলে যায় জিয়াউর রহমানের বিরুদ্ধে: সৈয়দ ফয়জুল করীম

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ২১:২৯
অ- অ+

আমাদের দেশে যারা বিএনপি করে, ছাত্রদল করে তারা জানেই না রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিলে সেই স্লোগান চলে যায় জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করিম বলেন, ওরা জানেই না, ওরা কিসের রাজনীতি করে? আমি আশ্চর্য হয়ে ওদের জ্ঞানের পরিধি দেখে। এরা কি রাজনীতি করে? কিসের রাজনীতি করে আমার জানা নাই। আমি জানিই না।

তিনি বলেন, বাকশাল থেকে মুক্তি পেতে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন। সেখানে সব দলের রাজনীতি করাসহ সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য ভেদাভেদ না রেখে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে তার প্রধানমন্ত্রী করেছিলেন শাহ আজিজুর রহমানকে। সেই আজিজুর রহমান ছিলেন একজন রাজাকার। অথচ বিএনপির বন্ধুরা না জেনে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিলে জিয়াউর রহমানের বিরুদ্ধে চলে যায়।

অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে মানবাধিকার দপ্তরকে সমকামীতার দপ্তর বলেও আখ্যা দেন এবং দপ্তরটি সরিয়ে না নিলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মুফতী রহমতুল্লাহ বিন হাবিব।

(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা