দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটলো এক বিরল ঘটনা। সাধারণত প্রতিটি ম্যাচের আগেই একটি মাঠ নির্ধারিত থাকে কিন্তু গতকাল ঘটলো অন্যরকম ঘটনা। দুই মাঠ মিলে একটি ম্যাচ অনুষ্ঠিত হলো। আর বিরল এই ঘটনায় ইতিহাসেই নাম লিখিয়ে নিল বাংলাদেশ।
গতকাল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠ বদলে খেলতে হয়েছে। আর এই পরিস্থিতিকে জয় করেই বাংলাদেশ তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। ৪-১ গোলের ব্যবধানে ভুটানকে হারিয়েছে শান্তি-মুনকির দল বাংলাদেশ।
শান্তি মারডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের গোলে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিল তারা। ম্যাচের প্রথমার্ধে শান্তি মারডির একমাত্র গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বিরতির পরই বাধে বিপত্তি। বৃষ্টিতে ভিজে মাঠ হয়ে পড়ে খেলার অনুপযোগী। রেফারি ও ম্যাচ কমিশনার দু’দফা মাঠ পরীক্ষা করে জানান, খেলা চালানো যাবে না। তখনই আলোচনা শুরু হয়—কী হবে এখন?
শেষ পর্যন্ত কিংস অ্যারেনার পাশের অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়, যা আন্তর্জাতিক ফুটবলে প্রায় নজিরবিহীন। গ্যালারি না থাকায় দর্শকরা মাঠ ঘেঁষে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুটান গোল করে সমতায় ফেরে। এরপরই আরো আক্রমণাত্মক ঘুরে দাঁড়ায় লাল-সবুজের তরুণীরা। শান্তি মারডির দ্বিতীয় গোল, এরপর আরও দুই গোল করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। সব মিলিয়ে ফুটবল মাঠে শুধু স্কোরলাইন নয়, মানসিক দৃঢ়তারও অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল দলটি।
তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন টেবিলের শীর্ষে। এই প্রতিযোগিতায় চার দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। সব মিলিয়ে ৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।
(ঢাকাটাইমস/১৬জুলাই/আরকে)

মন্তব্য করুন