গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ৯০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৭
অ- অ+

দখলদার ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক দিনে আরও ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছাল।

আজ শুক্রবার (১৭ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলুআল জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সংবাদে বলা হয়, ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। ২৪ ঘণ্টায় ৯০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন ৩৬৭ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪।

বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়।

২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ২৬ জন মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা যান। এতে আহত হন ৩২ জন।

গত ২৭ মে থেকে এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং প্রায় ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪ জন
সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল: মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা