গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের টানা সামরিক আগ্রাসনে একদিনে প্রাণ হারালেন আরও অন্তত ৯৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন ২৫২ জনেরও বেশি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪টি মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহতদের মধ্য থেকে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ৫৭৩ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনের বেশি মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো বহু মরদেহ পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি ইসরাইলি অবরোধ ও টানা হামলার কারণে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়েছেন আরও ৭ ফিলিস্তিনি; আহত হয়েছেন অন্তত ৩০ জন।
চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সহায়তা নেওয়ার সময় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন, আর আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।
উল্লেখ্য, জানুয়ারিতে ইসরাইল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ১৮ মার্চ তা লঙ্ঘন করে ইসরাইল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে নতুন করে আরও ৭ হাজার ৭৫০ জনকে হত্যা এবং ২৭ হাজার ৫৬৬ জনকে আহত করেছে দখলদার বাহিনী।
এই অব্যাহত আগ্রাসনে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখনো কার্যকর কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি।
(ঢাকাটাইমস/১৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন