ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল তাজিকিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১০:৩২| আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:১০
অ- অ+

উত্তর ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রবিবার (২০ জুলাই) স্থানীয় সময় সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎস ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর এই কম্পন স্থলভাগে ব্যাপকভাবে অনুভূত হয়েছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।

এদিকে একই দিনে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানেও ৪.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৬০ কিলোমিটার গভীরে, যার ফলে এটি অপেক্ষাকৃত দুর্বলভাবে অনুভূত হয়।

এর আগে ১৮ জুলাই দেশটির আরেকটি অঞ্চল ৩.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। স্বল্প গভীরতার ভূমিকম্পে সাধারণত পরাঘাত বা আফটারশক হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং স্থলভাগে তা তীব্রভাবে অনুভূত হয়।

ভূপ্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এবং পর্বতময় অঞ্চল হওয়ায় তাজিকিস্তানকে ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটি প্রায়ই ভূমিকম্প, ভূমিধস, কাদামাটির ধস, তুষারধস, বন্যা ও খরার মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকে। বিশেষ করে নদী অববাহিকা, হিমবাহ-নির্ভর জলাধার এবং পাহাড়ি জনপদগুলো এসব দুর্যোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে।

ইরানেও মাঝেমধ্যেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল প্লেট সীমান্তের নিকটে অবস্থানের কারণে ভূকম্পনপ্রবণ। রবিবারের ভূমিকম্পটি ইরানের কোনো বড় শহরের কাছে সংঘটিত হয়েছে কি না বা তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি তৎপরতা শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট সংস্থাগুলো।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের জন্য টিডিএসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি
ময়মনসিংহে ভারতীয় মদসহ যুবক আটক
টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের দুই শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা