মাইলস্টোন ট্র্যাজেডি: আজ দুপুরের পর বন্ধ হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত ১৭১ জন আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ।
আজ সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনই শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক। তাদের বেশির ভাগ শিক্ষার্থী।
এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে আজ সারা দেশে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় এই স্কুলে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের বেশির ভাগই হতাহত হয়েছে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

মন্তব্য করুন