অর্ধযুগ পর নতুন গান নিয়ে ঈশিতা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৫:১০
অ- অ+

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, নির্মাতা রুমানা রশীদ ঈশিতা দীর্ঘ ৬ বছর পর আবারও একটি নতুন গান নিয়ে এলেন। গানের শিরোনাম ‘রুপোর ঝলক’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র।

এই গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। যেটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর। প্রকাশের পর নতুন গানের জন্য বেশ সাড়া পেতে শুরু করেছেন ঈশিতা।

ঈশিতা বলেন, ‘এই গানটি করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকটিতে অভিনয় করি, সেই সময়ই মূলত তিনি এই গানটি গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। গানটা শুনে আমার ভালো লেগেছিল। তা ছাড়া আমরা অনেকেই তার লেখা গানের ভক্ত। তো আমাকে যখন এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সেই সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল।

কিন্তু মাঝখানে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরে কয়েক দিন আগে আমাকে যখন আমার এই গানটি নসিব নামক ইউটিউব ফিল্মে ব্যবহার করার জন্য বলা হলো, তখন আমার মনে হলো কেন নয়। এভাবেই নসিবের সঙ্গে আমার এই গানটি যুক্ত হয়ে যাওয়া। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে; আরও কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’

এর আগে ঈশিতার সর্বশেষ গাওয়া প্রকাশিত গান ‘আমার অভিমান’। লিখেছিলেন ও সুর করেছিলেন লুৎফর হাসান।

মিডিয়ায় কাজের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন এই অভিনেত্রী। নানামুখি প্রতিভার অধিকারি ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’, ‘কুলসুম’।

(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান ভাসছে না, নিচে পড়ছে: পাইলট তৌকিরের শেষ বার্তা
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা