মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর এনসিপির হামলা 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ২০:০৮
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ মেম্বারের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এনসিপি। হামলায় অন্তত ১০ জন বিএনপি কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।

বুধবার দুপুরে মুরাদনগর সদরে বিএনপির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এনসিপির একটি বিক্ষোভ মিছিল এসে বিএনপি অফিসের সামনে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার সময় যুবদল কর্মী উমর আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতা আশরাফ মেম্বার ও তার অনুসারীরা সক্রিয়ভাবে অংশ নেয়।

তবে উপস্থিত বিএনপি কর্মী ও স্থানীয় জনতা একযোগে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “সরকারদলীয় ছত্রছায়ায় বেড়ে ওঠা এনসিপি ব্যানারে বিএনপির উপর চড়াও হয়েছে। জনগণ তাদের প্রতিহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

(ঢাকাটাইমস/৩০জুলাই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে : মির্জা ফখরুল
চাঁদাবাজ সেই রিয়াদের বাড্ডার বাসা থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা উদ্ধার
আড়াইহাজার বিএনপির ৪ নেতা বহিষ্কার
নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা