কিংবদন্তি রেসলার হাল্ক হোগান মারা গেছেন

বিশ্বখ্যাত রেসলিং তারকা হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর।
হাল্ক হোগানের প্রকৃত নাম ছিল টেরি জিন বোলিয়া। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
হোগানের দীর্ঘদিনের বন্ধু ও ম্যানেজার ক্রিস ভোলো এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানান, কিছুদিন ধরেই হোগানের স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। এর আগে তাঁর স্ত্রী স্কাই হোগান জানান, একাধিক অস্ত্রোপচারের পরও হাল্ক হোগানের হৃদপিণ্ড ‘সবল’ ছিল। এমনকি হোগানের কোমায় থাকার গুজবও তিনি উড়িয়ে দেন।
চিরস্মরণীয় রেসলিং ক্যারিয়ার
১৯৭৭ সালে রেসলিং রিংয়ে পা রাখেন হাল্ক হোগান। আশি ও নব্বইয়ের দশকে তিনি ছিলেন রেসলিং দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী মুখ। ‘হাল্কাম্যানিয়া’ নামে তাঁর বিশাল ভক্তগোষ্ঠী গড়ে উঠেছিল, যা আজও স্মরণীয়। তাঁর বিখ্যাত লাল-হলুদ পোশাক, ‘Real American’ থিম সং এবং রিংয়ের ভঙ্গিমা তাকে বিশেষ করে তোলে।
৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা এবং ২৯৫ পাউন্ড ওজনের হাল্ক হোগান ডব্লিউডব্লিউই’র অন্যতম প্রধান তারকা হিসেবে প্রতিষ্ঠা পান। ভিন্স ম্যাকম্যাহনের কোম্পানিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলায় তিনি বড় ভূমিকা রাখেন।
তিনি ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ২০০৫ সালে প্রথমবার ‘ডব্লিউডব্লিউই হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হন। যদিও এক পর্যায়ে বর্ণবাদী মন্তব্যের কারণে তাকে হল অব ফেম থেকে বহিষ্কার করা হয়, ২০১৮ সালে পুনরায় তাকে সেখানে ফিরিয়ে আনা হয়।
রেসলিং ছাপিয়ে পপ সংস্কৃতির নায়ক
রেসলিং ছাড়াও হাল্ক হোগান অভিনয়, টেলিভিশন, ভিডিও গেম, এমনকি একটি পাস্তা রেস্তোরাঁর চেইন প্রতিষ্ঠা করে পপ সংস্কৃতিতে নিজের বিশাল প্রভাব বিস্তার করেন।
তবে তার জীবন বিতর্কহীন ছিল না। ২০১৬ সালে ফ্লোরিডার একটি আদালত গোপনে ধারণ করা এক সেক্স টেপ প্রকাশের মামলায় হোগানকে গকার মিডিয়ার বিরুদ্ধে ১১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরে আরও ২৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে যোগ করা হয়।
ডব্লিউডব্লিউই ও ভক্তদের শোক
হাল্ক হোগানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডব্লিউডব্লিউই। এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হাল্ক হোগান ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউইকে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেন। ডব্লিউডব্লিউই হোগানের পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।”
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন