ভারতের উত্তরাখণ্ডে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু ৬, আহত অনেকে

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র তীর্থনগরী হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৫ জন ভক্ত। ভিড়ের চাপে মন্দিরের সিঁড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এ সময় হঠাৎ করেই ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার’ গুজব ছড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ। এতে ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় এবং অনেকেই দিগ্বিদিক ছুটতে শুরু করেন। এই সময় হুড়োহুড়ির মধ্যেই পদদলনের ঘটনা ঘটে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং ডোবাল বলেন, ‘‘ভিড়ের চাপে পড়ে গিয়ে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রায় ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিশৃঙ্খলার কারণে সবাই দৌড়াতে শুরু করলে বেশ কয়েকজন পায়ের নিচে পড়ে যান। বিহার থেকে আসা এক ভক্ত জানান, “আমি নিচে পড়ে গেলে আমার ওপর দিয়ে অনেকেই চলে যায়। আমার হাত ভেঙে গেছে।”
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনি বলেন, “আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের মতে, ভক্তদের উপচে পড়া ভিড়ের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং মন্দির চত্বরে এখনও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
হরিদ্বারের প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত ভিড়ের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন